বিদেশ

অবশেষে হার স্বীকার করলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

অবশেষে হার স্বীকার করলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একপ্রকার মেনে নিলেন যে চলতি বছরে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের কাছে তিনি পরাস্ত হন। গত সোমবার বাইডেনের জয় সরকারি স্বীকৃতি পাওয়ার পর তা মেনে নিলেন  বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি। বাইডেন যাতে মার্কিন রাষ্ট্রপতি হিসেবে প্রয়োজনীয় দায়িত্ব বুঝে নিতে পারেন সেইজন্য সম্মতি দিলেন তিনি। এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যে মার্কিন সংস্থা দেখে সেই ফেডারেল এজেন্সিকে ট্রাম্প জানিয়েছেন এ বিষয়ে যা যা করার তা করতে। জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন সূত্রের খবর, ট্রাম্প নাকি এই একই পরামর্শ নিজের টিমকেও দিয়েছেন। জানা গেছে, এরই মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, পেন্টাগন তাঁদের সদ্য প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন টিমের পক্ষেই সমর্থন জানিয়েছে। অন্যদিকে,জো বাইডেন এবং তাঁর গোটা টিমকে যাবতীয় সরকারি রেকর্ড  দেওয়া হয়েছে। ৬০ লক্ষ ডলারের তহবিলও দেওয়া হয়েছে।