নেতাজি স্মরণে বাংলার সমস্ত বিশিষ্টজনদের সামিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি দেশনায়কের ১২৫তম জন্মবার্ষিকী উপযাপনে তৈরি করা হল বিশেষ কমিটি। কমিটিতে থাকছেন দুই নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর হয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, সকলেই সাগ্রহে কমিটিতে থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন। বৃহস্পতিবার নবান্নের সভাঘরে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাংবাদিক সম্মেলনে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনে সরকারি কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কারা থাকছেন কমিটিতে? দুই নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তো বটেই, কমিটি থাকছেন কবি শঙ্খ ঘোষ, কবি জয় গোস্বামী, সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, পুরাতত্ত্ববিদ নৃসিংহপ্রসাদ-সহ বাংলার প্রায় সমস্ত বিশিষ্টজনেরা।