কলকাতা

অপরাধীর পক্ষ নিচ্ছেন রাজ্যপাল, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

রাজ্যপাল জগদীপ ধনকড়কে কড়া আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি। বৃহস্পতিবার তৃণমূল ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘‌রাজ্যপাল অসাংবিধানিক কাজ করছেন। তিনি অপরাধীদের সমর্থন করছেন। রাজ্য সরকারের কাজে বাধা দিচ্ছেন। পুলিশের কাজেও বাধা দিচ্ছেন।’‌ এদিন কল্যাণ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে রাজ্যপালকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। তিনি পুলিশের কাছে অনুরোধ করেছেন, কাজে বাধা দেওয়ার জন্য রাজ্যপালের বিরুদ্ধে মামলা করা হোক। কল্যাণ ব্যানার্জির অভিযোগ, গত কয়েকমাস যাবত্‍ রাজ্যপাল উল্টোপাল্টা টুইট করছেন। কলকাতা পুলিশ অপরাধীদের ধরে নিয়ে আসছে, টাকা উদ্ধার করছে। রাজ্যপাল টুইট করে এই সব কাজের জন্য পুলিশের বিরুদ্ধে বলছেন। কল্যাণ বলেন, ‘‌রাজ্যপাল বিজেপি-‌র এজেন্ট হয়ে কাজ করছেন। বিজেপি-‌র সঙ্গে যে সমস্ত অপরাধীরা যুক্ত, তাদের সঙ্গে রাজ্যপালের গোপন আঁতাত রয়েছে। এটা বাংলার পক্ষে ক্ষতিকর। রাজ্যপাল নিজের চেয়ারে বসে এসব কাজ করতে পারেন না। পুলিশকে মামলা করতে গেলে অনুমতি নেওয়ার দরকার হয় না। সরকারি কাজের বাইরের বিষয় নিয়ে রাজ্যপাল নিয়মিত টুইট করছেন। রাজ্যপাল কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেত পারেন না। কেন তাঁকে এখনও রাখা হয়েছে সেটাই বুঝতে পারছি না। ১৮৬, ১৮৯ এই দুটি ধারা অনুযায়ী পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে মামলা করতে পারে। যারা বেআইনি কাজ করছে তাদের রাজ্যপাল সমর্থন করছেন।’‌ এদিন কল্যাণ রাজ্যপালের বেশ কিছু টুইট প্রিন্ট করে নিয়ে আসেন সাংবাদিক বৈঠকে। আইনের বই দেখিয়ে মামলার ধারার কথা উল্লেখ করেন।

https://www.facebook.com/AITCofficial/videos/3743348512429505