নয়া কৃষি বিল বাতিলের দাবিতে দিল্লি-পাঞ্জাব সীমান্তে কৃষক বিক্ষোভ অব্যাহত। উল্টোদিকে, পুলিস ক্রমাগত তাঁদের সেখানে ঢুকতে বাধা দিয়ে চলেছে। কখনো বিক্ষোভকারীদের দিকে ছোঁড়া হচ্ছে কাঁদানে গ্যাসে সেল, তো কখনো জল কামান। প্রবল ঠান্ডার মধ্যেই বিক্ষোভরত কৃষকদের উপরে এমনই জল কামান থেকে জল ছোঁড়া হচ্ছিল রাতেও। যাতে তাঁরা দিল্লিতে প্রবেশ করতে না পারেন। সেইসময় আচমকাই বিক্ষোভকারী কৃষকদের মধ্যে থেকে এক যুবক সটান জলকামানের উপর উঠে যান। সেখানে গিয়ে বন্ধ করে দেন জল ছোঁড়ার কলের মুখটিকেই। তারপর এক লাফে সেখান থেকে নেমে পড়েন। এই ‘হিরো’-র সেই ভাইরাল ভিডিয়ো এখন নেটিজেনদের হাতে হাতে। ঘটনায় স্বভাবতই রেগে অগ্নিশর্মা হয়ে উঠল বিজেপি শাসিত হরিয়ানার পুলিস। ফল, ওই যুবকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। পাশাপাশি দাঙ্গা বাঁধানো এবং করোনা অতিমারির নিয়ম ভঙ্গেরও অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত আম্বালার ওই ‘হিরো’ যুবকের নাম নভদীপ সিং (২৬)। তিনি কৃষক নেতা জয় সিং-এর ছেলে। কৃষকদের বিরুদ্ধে আগ্রাসী হয়ে ওঠার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে হরিয়ানা পুলিস। এই ঘটনা প্রসঙ্গে নভদীপ জানিয়েছেন, পড়াশোনা শেষ করার পর বাবার সঙ্গে কৃষি কাজ করতেন তিনি। প্রবল ঠান্ডায় কৃষকদের কামান থেকে ছোঁড়া জলের থেকে বাঁচাতেই এই কাজ করেছেন তিনি। বলেন, ‘আমি কখনও কোনও বেআইনি কাজে জড়াই না। কৃষকদের বাঁচাতে হবে, এ কথা ভেবেই সাহস করে জল কামানের মাথায় উঠে পড়েছিলাম।’