শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতা গতকাল মন্ত্রিত্ব ছাড়ার পর থেকে রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গেছে । তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে, তিনি বিজেপি-তে যোগ দেবেন কি না তা নিয়ে চর্চা শুরু হয়েছে । এরই মধ্যে বিজেপি-র সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দিলেন , “শুভেন্দু যদি BJP-তে যোগ দিতে চান , তাহলে তাঁকে স্বাগত জানাবে দল । ” তিনি শুভেন্দুর মন্ত্রিত্ব পদত্যাগের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কেই দায়ী করলেন।মন্ত্রিত্ব থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফা কে হাতিয়ার করে ফের একবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করলেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কয়লা পাড়ার গরু পাচার দুর্নীতিতে যুক্ত।এ বিষয়ে শুভেন্দু অধিকারী ও বুঝে গিয়েছিলেন সেইজন্য তিনি দলের প্রতি ক্ষুব্ধ ছিলেন। তাই তিনি পদত্যাগ করেছেন বলে দাবি তার।