সামনেই ভোট। কয়লা পাচারের তদন্তে তেড়েফুঁড়ে নেমেছে সিবিআই। তল্লাশি চলছে জেলায় জেলায়। একদিকে যখন কেন্দ্রীয় তদন্ত এজেন্সি অভিযান চালাচ্ছে তখন সিবিআইকে এনডিএ-র নতুন শরিক বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এদিন তৃণমূল ভবনের সংবাদিক বৈঠকে সিবিআই তল্লাশি নিয়ে শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এনডিএ থেকে একের পর এক দল বেরিয়ে যাচ্ছে। শিবসেনা, আকালি দল বেরিয়ে গেছ। এখন এনডিএ-র শরিক হয়েছে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স।’ রাজনৈতিক ভাবে সিবিআইকে ব্যবহার করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে নতুন নয়। এদিন আরও একবার সেই অভিযোগ তুললেন শশী। এদিন ইসিএলের চার ম্যানেজারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। দুর্গাপুরের একাধিক জায়গাতেও হাজিরা দিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার পুরুলিয়ার নিতুড়িয়ার বাড়িতেও তল্লাশি চালাচ্ছে তদন্ত এজেন্সি। লালার সহযোগী হিসেবে পরিচিত এমন অন্তত ১০-১২ জনের বাড়ি থেকেও তল্লাশি চালাচ্ছে তদন্ত এজেন্সির গোয়েন্দারা। সল্টলেক, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গাতেও তদন্তে নেমেছে সিবিআই। নভেম্বরের শুরুতে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসেছিলেন সেই সময়েই আসানসোল, জামুড়িয়া, রানিগঞ্জের বিভিন্ন জায়গায় কয়লা পাচারের তদন্তে জায়গায় জায়গায় তল্লাশি চালিয়েছিল ইনকাম ট্যাক্স। সেই অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।