নতুন কৃষি আইনের বিরুদ্ধে শুক্রবার থেকে রাজধানী দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার কৃষক। শনিবার তাঁদের উদ্দেশে বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, সরকার কৃষকদের প্রতিটি দাবি ও সমস্যা নিয়েই কথা বলতে রাজি। একইসঙ্গে জানানো হয়, কৃষকদের ইউনিয়নগুলি চাইলে আগামী ৩ ডিসেম্বর তাদের সঙ্গে সরকার আলোচনায় বসবে। ইউনিয়নগুলি যদি তার আগে আলোচনায় বসতে চায়, তাহলে তাদের বিক্ষোভ সমাবেশ সরকার নির্ধারিত স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘কৃষক ইউনিয়নগুলি যদি ৩ ডিসেম্বরের আগে আলোচনায় বসতে চায়, তাহলে আমি একটা কথা বলব। তারা সরকার নির্ধারিত স্থানে বিক্ষোভ সরিয়ে নিয়ে যাক। সরকার পরদিনই তাদের সঙ্গে আলোচনায় বসবে।’ করোনা অতিমহামারীর সময় দিল্লি শহরে কৃষক সমাবেশ করতে দিতে রাজি হয়নি কেন্দ্রীয় সরকার।