দেশ

নয়া কৃষি আইন দেশের কৃষকদের বহুদিনের দাবি পূরণ করছে, মন কি বাতে বার্তা প্রধানমন্ত্রীর

দেশজুড়ে কৃষক বিক্ষোভে সামিল হয়েছে হাজার হাজার কৃষক। দিল্লির বাইরে বিক্ষোভ দেখাচ্ছে তারা। ইতিমধ্যেই আলোচনার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মাঝেই এবার মন কি বাতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, কৃষকদের বহুদিনের দাবি মেনেই এই নতুন কৃষি আইন আনা হয়েছে। এই আইন দেশের কৃষকদের দাবিই পূরণ করছে। রবিবার নিজের রেডিও অনুষ্ঠান মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘গত কিছুদিনে কৃষিতে যে বিবর্তন হয়েছে তা আমাদের দেশের কৃষকদের জন্য নতুন সম্ভাবনা খুলে দেবে। যে দাবিগুলি কৃষকরা বহু বছর ধরে করে এসেছেন, যে দাবি প্রতিটি রাজনৈতিক দলই কোনও না কোনও সময় পূরণ করার কথা বলেছে, সে দাবিই পূরণ করা হয়েছে।’ আইন নিয়ে আসার পরে অল্প সময়ের মধ্যে তা কৃষকদের সমস্যার সমাধান করতেও শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অনেক সমস্যার পরে ভারতের সংসদ কৃষি আইনের সংশোধনের ব্যাপারে আইনত পদক্ষেপ নিয়েছে। এই সংশোধনী শুধুমাত্র দেশের কৃষক ভাইদের পায়ের শিকল কেটে ফেলেছে তাই নয় তাদের সামনে নতুন নতুন সম্ভাবনা তুলে ধরেছে।’