অমিত শাহের শর্তে রাজি নয় কৃষকরা। দিল্লি সীমানায় আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। রবিবার বৈঠকের পর এ কথা জানিয়ে দিলেন কৃষক সংগঠনগুলি। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশের একাধিক রাজ্যের কৃষকরা আন্দোলনে নেমেছে। চাপের মুখে শনিবার সুর নরম করে সরকার। শর্তসাপেক্ষে চাষিদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রস্তাব এ দিন খারিজ হয়ে গেল। এ প্রসঙ্গে ভারতীয় কিষান ইউনিয়নের (সিংঘুপুর) সভাপতি জগজিত্ সিং জানান, যন্তর মন্তরের পরিবর্তে নয়াদিল্লি বুরারির মাঠে বিক্ষোভ প্রদর্শনের শর্তে কেন্দ্র যে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে, তা সর্বসম্মতভাবে খারিজ করে দেওয়া হয়েছে।