জেলা

সাঁকরাইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু

ঝাড়গ্রামের সাঁকরাইলে বিদ্যুত্‍পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যু। জঙ্গলের ভিতর দিয়ে বিদ্যুতের হাইটেনশন তার যাওয়ার কারণে ঘটে এই মর্মান্তিক ঘটনা। জঙ্গলের ভিতর ঘাঁটি গেড়েছিল হাতির দল। গাছের পাতা খেতে গিয়ে শুঁড়ে জড়িয়ে যায় বিদ্যুতের তার। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাতিটির।স্থানীয় বাসিন্দারা জানান, সাঁকরাইল থানার নিশ্চিন্তার জঙ্গলে গত দুদিন আগে চারটি হাতি প্রবেশ করে। ওই হাতিগুলি সোমবার ভোরে ওই জঙ্গলে গাছের পাতা খাওয়ার সময় শুঁড়ে বিদ্যুতের তার লেগে যায়। বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাতিটির। গ্রামবাসীদের দাবি, গভীর রাতে হাতির চিত্‍কার শুনতে পেয়েছিলেন তাঁরা। এদিন সকালে পূর্ণ বয়স্ক হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাওয়া যায়।ঘটনাস্থলে এসেছেন বনদপ্তরের আধিকারিকরা।