কলকাতাঃ ডেঙ্গু ও ম্যালেরিয়া রোধে আজ নবান্নে সেচ, পুর নগরোন্নয়ন সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যে এবছর ডেঙ্গুর প্রকোপের পরিসংখ্যান তুলে ধরেন আধিকারিকরা। এই পরিসংখ্যানে মুখ্যসচিব সন্তোষ প্রকাশ করেন এবং আধিকারিকদের প্রশংসা করে বলেন, প্রকোপ কম হলেও অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া ঠিক নয়। রোগ হয়ত তেমন হয়নি কিন্তু অনেক জায়গাতেই ডেঙ্গু মশার সন্ধান পাওয়া যাচ্ছে। তাই যুদ্ধকালীন তৎপরতায় নিকাশি নালা, খাল বা ডেঙ্গু মশার আস্তানাগুলিকে সংস্কারের নির্দেশ দিয়েছেন।