বিদেশ

পরিস্থিতি খুবই উদ্বেগজনক, দিল্লির কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করলেন কানাডার প্রধানমন্ত্রী

এমনই মন্তব্য করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো। দিল্লিতে কৃষকদের বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেছেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক। গুরু নানকের ৫৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনলাইন অনুষ্ঠানে ত্রুদো বলেন, ‘ভারত থেকে খবর পাচ্ছি, কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতি উদ্বেগজনক। আমাদের বন্ধু ও তাঁদের পরিবারের লোকজনের কথা ভেবে দুশ্চিন্তা হচ্ছে। আমি জানি, আপনারাও অনেকে উদ্বেগে রয়েছেন।’ এর পরেই ত্রুদো শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই। কানাডা সবসময় শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সমর্থন করে।’ বিদেশি রাষ্ট্রপ্রধানদের মধ্যে ত্রুদোই প্রথমে ভারতে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন। পাশাপাশি ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশনের তরফে কানাডার এক নেতা বলেছেন, ‘আমরা মনে করি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হতে পারে। আমরা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি।’ মঙ্গলবার বিকালেই কৃষকদের সঙ্গে আলোচনায় বসবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।