পাকিস্তানের প্রায় ২০০ মিটার ভিতরে ঢুকে সেনাবাহিনী একটি গোপন সুড়ঙ্গ খুঁড়ে বের করেছে। ওই সুড়ঙ্গ দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করানো হত। মঙ্গলবার একথা জানিয়েছেন সরকারের এক শীর্ষ অফিসার। ওই সুড়ঙ্গটি ২০০ মিটার লম্বা। মঙ্গলবার বিএসএফ-এর ডিজি রাকেশ আস্থানা বলেন, গত ২২ নভেম্বর জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে সংঘর্ষে নিকেশ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে প্রথম ওই সুড়ঙ্গের খোঁজ পায় নিরাপত্তা বাহিনী। বিএসএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ গত ২২ নভেম্বর ওই সুড়ঙ্গের খোঁজ পায়। সুড়ঙ্গের বহির্মুখে ঘন ঝোপ, লতাপাতা, মাটি দিয়ে ঢাকা ছিল। তার পাশে করাচির ছাপ দেওয়া বালির বস্তাও পেয়েছে ভারতীয় সেনাবাহিনী।