দেশ

‘অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করুন, নয়তো তৃণমূলও দেশজুড়ে আন্দোলনে নামবে’, কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী

নতুন কৃষি আইন বাতিল করা না হলে বাংলা সহ গোটা দেশে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। এ দিন ট্যুইট করে এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও মনে করিয়ে দিয়েছেন, প্রথম থেকেই এই আইন নিয়ে প্রতিবাদ করে এসেছে তৃণমূল কংগ্রেস। ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি কৃষকদের জীবন এবং জীবিকা নিয়ে খুবই উদ্বিগ্ন। কৃষক বিরোধী এই আইনগুলি কেন্দ্রীয় সরকারের প্রত্যাহারের করা উচিত। অবিলম্বে তারা তা না করলে আমরা গোটা রাজ্য এবং দেশজুড়ে বিক্ষোভ শুরু করব। শুরু থেকেই কৃষি বিরোধী এই বিলগুলি নিয়ে আমরা নিজেদের আপত্তি জানিয়ে এসেছি।’মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এ বিষয়ে শুক্রবার তৃণমূল কংগ্রেসের একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে অত্যাবশ্যকীয় পণ্য আইনে সংশোধনের ফলে কীভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে এবং সাধারণ মানুষের জীবনে তার প্রভাব পড়ছে তা নিয়ে আলোচনা করা হবে। এই জনবিরোধী আইন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।