বিনোদন

নিজের রাজনৈতিক দল লঞ্চ করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত

২০২১ এর তামিল নাড়ুর বিধানসভার নির্বাচনে তাঁর তৈরি দল অংশগ্ৰহণ করবে বলেই বৃহস্পতিবার ট্যুইট করে ঘোষণা করলেন এই বর্ষীয়ান জনপ্রিয় অভিনেতা। নিজের রাজনৈতিক দল লঞ্চ করতে চলেছেন রজনীকান্ত। ২০২১ সালের জানুয়ারি মাসেই লঞ্চ হতে চলেছে থালাইভার নিজের দল। সূত্রের খবর, ৩১ ডিসেম্বর বিষয়টি অফিশিয়ালি ঘোষণা করা হবে। গতকাল রজনীকান্ত তাঁর ফোরাম ‘রজনী মক্কল মন্ড্রম’-এর সিনিয়র অফিসারদের সঙ্গে দেখা করেন। এই বিষয়ে তাঁদের সম্মতি পেয়েছেন অভিনেতা। রজনীকান্ত জানিয়েছেন, “আমি যে সিদ্ধান্ত নেব, তাতেই রাজি ওঁরা। তাই আমি খুব তাড়াতাড়ি আমার সিদ্ধান্তের কথা ঘোষণা করব।”