এনআইএ আদালতে হাজিরা দিতে পারলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। তাঁর পক্ষের আইনজীবী জানিয়ে দিলেন, কোভিডের জন্য উপস্থিত থাকা সম্ভব হয়নি। এনআইএ-এ বিশেষ আদালতের বিচারপতি পিআর সিত্রে আগেই নির্দেশ দিয়েছিলেন, মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত সবাইকে বৃহস্পতিবার উপস্থিত থাকতে হবে। অভিযুক্তদের মধ্যে নাম ছিল সাধ্বী প্রজ্ঞা, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, রমেশ উপাধ্যায়, সুধাকর দ্বিবেদী এবং সুধাকর চতুর্বেদীর নাম। একমাত্র লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত ছাড়া বাকি চারজনই আদালতে অনুপস্থিত ছিলেন। পুরোহিত ছাড়া বৃহস্পতিবার উপস্থিত ছিলেন সমীর কুলকার্নি এবং অজয় রাহিকর। সাধ্বী প্রজ্ঞা বাদে অনুপস্থিত বাকি অভিযুক্তদের আইনজীবীরাও সেই করোনার দোহাই দিয়েছেন। আগামী ১৯ ডিসেম্বর ফের প্রত্যেককে হাজির থাকার নির্দেশ দেয় বিশেষ আদালত। আদালতের দেওয়া সপ্তাহে একবার উপস্থিত থাকার নির্দেশের পর গত বছরের জুন মাসে হাজিরা দিয়েছিলেন প্রজ্ঞা। কিন্তু তার পর থেকেই বিভিন্ন কারণ দেখিয়ে বহুবার অব্যাহতি চেয়েছেন তিনি। এমনিতেই অতিমারির কারণে আদালতের কাজে দেরি হয়েছে। তার ওপর এ মামলার পূর্ববর্তী বিচারপতি অবসর নেওয়ায় আরও দেরি হয়। তার ওপর অভিযুক্তদের গরহাজিরা আইনি প্রক্রিয়াকে আরও বিলম্বিত করছে।