জেলা

বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, উত্তপ্ত আসানসোলের বারাবনি

‘চলল গুলি, পড়ল বোমা’

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের বারাবনি। তৃণমূলের ‘দুয়ারে সরকার’ বনাম বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচি ঘিরে যাবতীয় অশান্তি। দু’পক্ষের হাতাহাতিতে, পড়ল বোমা। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্রপাত শনিবার সকালে, পশ্চিম বর্ধমানের বারানিতে বিজেপির মিছিলে দুষ্কৃতী হামলা ঘিরে। অভিযোগ, মিছিলকে লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত গুন্ডারা। বোমাবাজিতে কয়েকজন আহত হয়েছেন। বিজেপি কর্মীদের বেশ কয়েকটি মোটরবাইকও পুড়িয়ে দেওয়া হয়। তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘আর নয় অন্যায়’ নামে বিজেপি নেতৃত্বের কর্মসূচিতে হওয়ার কথা ছিল মিছিলটি। তার জন্য সকাল থেকে কর্মী, সমর্থকরা জমায়েত হয়েছিলেন জামাগ্রামে। কিন্তু মিছিল শুরুর আগেই বিজেপি কর্মী, সমর্থকদের উপর চলে দুষ্কৃতী হামলা।অন্যদিকে, বারাবনি তৃণমূল নেতৃত্বের দাবি, জামগ্রাম এলাকায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে শিবির করেছিলেন দলীয় কর্মীরা। স্থানীয়রা সকলে যাতে সরকারি পরিষেবা পান, তা নিশ্চিত করতে গ্রামবাসীদের নানা বিষয়ে সাহায্য করা হচ্ছিল শিবির থেকে। তা ভেস্তে দিতে হঠাত্‍ করেই মিছিলের নাম করে বিজেপি আগে হামলা চালায় তৃণমূলের উপর। ব্লক তৃণমূল সভাপতি অসিত সিংয়ের দাবি, তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে বিজেপি। তারাই ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীদের জড়ো করে বোমা-গুলি চালিয়েছে। আর যেসব গাড়ি পুড়েছে, তা তৃণমূল সমর্থকদেরই।