কয়েকদিন আগেই ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েছিলেন। তারপর থেকে সুস্থও ছিলেন। কিন্তু, শনিবার আচমকা নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হরিয়ানার প্রথম ব্যক্তি হিসেবে কোভ্যাক্সিনের টিকা নিয়েছিলেন তিনি। কিছুদিন পরেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এল। তিনি শনিবার টুইট করেছেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের কোভিড টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছি।’ গত ১৮ নভেম্বর অনিল ভিজ টুইট করে জানিয়েছিলেন, তিনি করোনা টিকার স্বেচ্ছাসেবক হচ্ছেন। ২০ নভেম্বর থেকে হরিয়ানায় শুরু হয়েছে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। ওইদিনই ভ্যাকসিন নেন তিনি। নির্দিষ্ট দিনে সকাল ১১ টা নাগাদ তিনি হাজির হন আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে। পরীক্ষীনিরীক্ষার পর করোনা টিকা নেন। তারপর সব ঠিকই ছিল। আচমকাই শনিবার সকালে তিনি টুইট করে জানালেন, করোনা আক্রান্ত হওয়ার কথা।