৯ ডিসেম্বর ফের কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্র
কৃষকদের আন্দোলনের জেরে পিছিয়ে এল মোদি সরকার। ফার্মার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স আইনের ছয় এবং ১৫নম্বর ধারা সংশোধনে রাজি সরকার। কিন্তু কৃষকরা সব কৃষি আইনই প্রত্যাহারের দাবিতে এখনও অনড়। শনিবার দুপুর দুটোয় কৃষকদের সঙ্গে বিজ্ঞান ভবনে পঞ্চম দফার আলোচনায় বসেছিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং খাদ্য ও রেলমন্ত্রী পীযূষ গোয়ল। কৃষকদের কাছে সরকার তাদের প্রস্তাব লিখিতভাবে দেয়। কৃষকরা বিদ্যুৎ বিলের প্রত্যাহারও দাবি করেছে। সরকার শেষ দফার আলোচনার মুহূর্তের জবাবদিহি এবং তাদের প্রস্তাব লিখিত আকারে দিয়েছে কৃষকদের প্রতিনিধিদের। সরকারের তরফে ওই লিখিত কাগজ পাওয়ার পর ১৫ মিনিটের বিরতি নেওয়া হয়। ওই সময়ই একটি কর সেবা গাড়ি কৃষকদের জন্য খাবার নিয়ে যায়। কৃষকরা পরিষ্কার করে দিয়েছেন, তাঁরা আর কোনও আলোচনা চান না। তাঁরা সমাধান চান। প্রতিশ্রুতি চান। এবং সরকার তাঁদের দাবি নিয়ে কী স্থির করেছে তা জানতে চান।