দুর্বল ডিফেন্সের, তার উপর আবার আত্মঘাতী গোল। হারের হ্যাটট্রিক করল এসসি ইস্টবেঙ্গলের।দুর্দান্ত একটি গোল করে নিজেদের জয় পক্ত করে ফেলেন চারা। ম্যাচের ইনজুরি টাইমে ভিপি সুহেরের দুরন্ত ক্রস থেকে গোল করতে কোনও ভুল করেননি ভারতীয় মিডিও। তবে কুড়ি মিনিট নাগাদ ইস্টবেঙ্গল পেনাল্টি থেকে বঞ্চিত হন। উল্টে ৩৩ মিনিটে গোল পেয়ে গেল নর্থইস্ট। এখানেও ভাগ্য খারাপ রবি ফাওলারের দলের। ডানদিক থেকে বক্সের মধ্যে একটা বল রেখেছিলেন আপিয়াহ। নর্থইস্ট স্ট্রাইকার সিলার গায়ে লেগে থাকা সুরচন্দ্রর পায়ে লেগে বল জড়িয়ে গেল জালে। শেহনাজ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও বাঁচাতে পারলেন না। দ্বিতীয়ার্ধের শুরুতেই বলবন্তকে তুলে নিয়ে নামানো হল সি কে বিনীতকে। নিয়ে আসা হল রফিক, লিংডো, অভিষেককে। এই অর্ধেও পিলকিংটনের শট বিপক্ষ এক ফুটবলারের হাতে লাগল বক্সের ভেতর। এবারও পেনাল্টির দাবি নাকচ করে দিলেন সন্তোষ। গোটা ম্যাচে বল দখল থেকে শুরু করে, গোল তৈরীর সুযোগ, এদিন সব বিভাগেই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু রেফারির ভুল এবং মন্দভাগ্য তাদের জিততে দিল না। উল্টে ৯০ মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাক থেকে আরও একটা গোল হজম করতে হল। পরিবর্ত হিসেবে নামা সুহের ডানপ্রান্ত থেকে মাইনাস করলে পেছন থেকে উঠে আসা রচারজেলা জালে বল ঠেলতে ভুল করেননি।