বিদেশ

চাঁদের মাটি থেকে নমুনা নিয়ে ফিরছে চিনের মহাকাশযান

আমেরিকা, রাশিয়ার পর এবার চিন। চন্দ্র গবেষণায় নয়া নজির গড়ল চিন। চাঁদের মাটি থেকে প্রায় দু’কেজি নমুনা নিয়ে ফিরে আসছে তাদের মহাকাশযান। নাম চ্যাং-৫। চাঁদের দেবীর নামানুসারে এই যানের নাম চ্যাং রাখা হয়েছে। চিনের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার চাঁদের বুক থেকে মাটি-পাথর নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছে চ্যাং-৫। তবে শুধু নমুনা সংগ্রহই নয়, যাত্রা শুরু আগে চন্দ্রপৃষ্টে দেশের পতাকাও পুঁতে এসেছে মহাকাশযানটি। এর আগে একমাত্র আমেরিকাই এই কৃতিত্বের অধিকারি ছিল। চিনের সরকারি সংবাদমাধ্যমও চ্যাং-৫ এর যাত্রা শুরুর সিসিটিভি ফুটেজও শেয়ার করেছে। বিজ্ঞানীদের মতে, চাঁদের মাটি থেকে প্রায় ২ কেজি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর থেকে চাঁদের জন্ম, গঠন সহ বেশ কিছু বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। এর আগে মহাকাশযান পৃথিবীতে ফিরিয়ে আনার রেকর্ড রয়েছে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের। ছয় ও সাতের দশকে অসাধ্যসাধন করেছিল দুই দেশ। কিন্তু, পরবর্তী বেশ কয়েক দশক ধরে অনেকে সেই চেষ্টা চালালেও সফল হয়নি। সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্র অভিযানও কার্যত ব্যর্থ হয়। ল্যান্ডার চাঁদের মাটিতে নামার সময় সংযোগ হারিয়ে ফেলে।