প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। রবিবার সকালে বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৩০ সালের ১ মার্চ কলকাতাতেই জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে থিয়েটারের প্রম্পটার হিসাবে কাজ শুরু করেছিলেন।১৯৫৮ সালে মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এরপর অসংখ্য বাংলা ছবিতে কাজ করেছেন। মৃণাল সেন ছাড়াও সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে অশনি সংকেত, মৃগয়া, গণদেবতা, জয়বাবা ফেলুনাথ, দাদার কীর্তি, সাহেব, গণশত্রু, পাতালঘর, গয়নার বাক্স। সিনেমা ছাড়াও থিয়েটার ও টিভি সিরিয়ালে তাঁর প্রাণবন্ত অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই তাঁর দক্ষ অভিনয় বারবার দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, “প্রবীণ থিয়েটার এবং চলচ্চিত্র অভিনেতা মনু মুখোপাধ্যায়ের মৃত্যুতে দুঃখিত। আমরা ২০১৫ সালে তাঁকে টেলি-সম্মান পুরস্কারে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছি। তাঁর পরিবার, সহকর্মী ও প্রশংসকদের প্রতি আমার সমবেদনা।”