১২ দিন ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা। এই চরম ঠান্ডা উপেক্ষা করে। তাঁদের জন্য ছাওনি, পানীয় জল সহ কিছু পরিষেবার ব্যবস্থা করেছিল দিল্লির আপ সরকার। সোমবার সেসবই খতিয়ে দেখতে হাজির হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানিয়ে দিলেন, ‘এখানে আমি মুখ্যমন্ত্রী নই, একজন স্বেচ্ছাসেবী’।
এই প্রথম কৃষকদের প্রতিবাদস্থলে এলেন কোনও মুখ্যমন্ত্রী। এদিন কেজরিওয়ালের সঙ্গে ছিলেন দিল্লির কয়েক জন মন্ত্রী, বিধায়ক, শাসকদল আপ-এর নেতা। কেজরিওয়াল এসে স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমরা কৃষকদের সমস্ত দাবি সমর্থন করি। তাঁদের দাবি যুক্তিপূর্ণ। আমার দল এবং আমি প্রথম থেকেই তাঁদের পাশে।’ কৃষকদের ডাকা বনধকেও সমর্থন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।