কলকাতা

কয়লা কাণ্ড: শারীরিক কারণ দেখিয়ে সিবিআই দপ্তরে অনুপস্থিত লালা, হাজিরার জন্য ৩ দিন সময় দিল সিবিআই

অসুস্থতা দেখিয়ে সিবিআই দপ্তরে হাজিরা এড়াল কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা।নিজেকে অসুস্থ জানিয়ে উকিলকে দিয়ে নিজাম প্যালেসে চিঠি পাঠায় সে। লালা কি আদৌ অসুস্থ? তা নির্ণয় করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ইতিমধ্যে লালা মুম্বই পালিয়েছে বলে অনুমান। মুম্বইয়ে সিবিআই আধিকারিকদের সতর্ক করেছে কলকাতার দপ্তর। আগামী ৩ দিনের মধ্যে ফের তাঁকে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পাচারকারীদের সঙ্গে ইসিএল কর্তাদের সখ্যের একাধিক নমুনা পেয়েছে সিবিআই। ইসিএলের জায়গায় কয়লা পাচারকারীদের বেআইনি মেশিনের সন্ধান পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। গরু পাচারের তদন্তে বিএসএফের সহযোগিতা চেয়েছিল সিবিআই।