আইএসএল ২০২০তে জয়ের হ্যাটট্রিকের পর ধাক্কা খেল এটিকে মোহনবাগান। টানা তিন ম্যাচে ক্লিনসিট রাখার পর চতুর্থ ম্যাচে এসে গোল হজম! একটা নয়, দুটি গোল হজম করে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ হারল সবুজ-মেরুন ব্রিগেড। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ডিফেন্সের ভুলেই এদিন ২-১ গোলে হেরে ছন্দপতন হাবাসের দলের। ম্যাচের ৩০ মিনিটে ‘গোলমেশিন’ ভালসকিসের গোলে জামশেদপুর এগিয়ে যায়। মনরয়ের মাপা কর্ণার সন্দেশ ঝিঙ্ঘান লাফিয়ে ক্লিয়ার করার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ঝিঙ্ঘান বলের নিয়ন্ত্রণ নিতে না পারলে সরাসরি হেডে ভালসকিসের গোল। রক্ষণের দুর্বলতাতেই গোল করে যান ভালসকিস। গতবার চেন্নাইয়ান এফসির হয়ে হয়ে লিথুয়ানিয়ার স্ট্রাইকার নেরিজাস ভালসকিস ২০ ম্যাচে ১৫ গোল করেন। এবার জামশেদপুরের জার্সিতে গত বারের সোনার বুট জয়ী ফুটবলারের দুরন্ত খেলছেন। দ্বিতীয়ার্ধেও আরও একটি গোল ভালসকিসের। এবারও সেই ডেডবল থেকে গোল করে যায় জামশেদপুর। ৬৬ মিনিটে কর্ণার থেকে মনরয় বল বাড়িয়েছিলেন। সেখান থেকে মোবাসির ভালসকিসকে বল বাড়ালে হেডে ম্যাচের দ্বিতীয় গোল করে যান। এই নিয়ে চার ম্যাচে তাঁর পাঁচ গোল হয়ে গেল। জোড়া গোলে পিছিয়ে থেকে ৮০ মিনিটে রয় কৃষ্ণ এটিকে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান। মনবীরের হেড থেকে বল পেয়ে গোল করে যান কৃষ্ণ।শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ হার এটিকে মোহনবাগানের।