কলকাতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক নাম অসহিষ্ণুতা, ২০০-র বেশি আসনে জিতে ক্ষমতায় আসবে বিজেপিঃ জে পি নাড্ডা

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজ  বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসহিষ্ণু বলে আক্রমণও করেন। দলীয় কর্মীসভায় যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করেন তিনি । বলেন, “শৃঙ্খলা ও সহিষ্ণুতা নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি যা বলেছিলেন সেগুলি আজ একবার মনে করা দরকার । কারণ বাংলার বর্তমান পরিস্থিতিতে ওই বিষয়গুলি একেবারে যথাযথ । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক নাম অসহিষ্ণুতা । রাজ্যে তৃণমূল সরকারের আমলে অসহিষ্ণুতা বেড়েই চলেছে ।” এরপর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাত করার ডাক দেন তিনি । বলেন, “২০২১-এর নির্বাচনে এরাজ্যে ২০০-র বেশি আসনে জিতে ক্ষমতায় আসবে বিজেপি ।” তিনি আরও বলেন, “৫ অগাস্ট যে দিন অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো করা হচ্ছিল সেদিন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী লকডাউন ঘোষণা করেছিলেন । কেউ যাতে ওই অনুষ্ঠানে যোগ দিতে না পারেন তার জন্যই একাজ করা হয়েছিল । এর আগে ৩১ জুলাই ইদ উপলক্ষ্যে লকডাউন তুলে নেওয়া হয়েছিল । বোঝাই যায় এই সরকার তোষণের রাজনীতি করছে । এবার যেনতেন প্রকারেই তৃণমূলকে উৎখাত করা হবে ।” এছাড়া তৃণমূলকে পরিবারকেন্দ্রিক দল বলেও আক্রমণ করেন তিনি । বলেন, ‘‘তৃণমূলের কাছে পরিবারটাই দল । আর বিজেপির কাছে দলই পরিবার । তাই নেতার বাড়ি থেকে নয়, কার্যালয় থেকে দল চালায় বিজেপি ।’’ এরপর কর্মীসভা শেষ করেই কালীঘাটে যান পুজো দিতে ।