তিলজলার সরকারি আবাসনে ব্যক্তিকে গলার নলি কেটে ঘটনার কিনারা করে ফেলল কলকাতা পুলিস। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের মা মৃত জয়ন্ত মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন। সেই সূত্রে মগরাহাটের বাসিন্দা শুভ সর্দার (১৮) তাঁকে মামা বলে সম্বোধন করত। খুন ও লুটে শুভকে সহযোগিতা করেছিল একই এলাকার বাসিন্দা রাহুল হালদার। তাকেও গ্রেপ্তার করেছে পুলিস। শুভর কাছ থেকে উদ্ধার হয়েছে জয়ন্তবাবুর মোবাইল ফোন। লুটের অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিস। জানা গিয়েছে, ৬ ডিসেম্বর রাত ৯টা ২০মিনিট নাগাদ শুভ ও রাহুল জয়ন্তবাবুর সঙ্গে দেখা করতে আসে। তাঁকে খুন করার পর ফ্ল্যাটে লুটপাট চালিয়ে রাত ১১:২০ নাগাদ সেখান থেকে চম্পট দেয় দুই অভিযুক্ত। ধৃতদের আজ আদালতে তোলা হবে।