দেশ

বেঙ্গালুরুর কাছে আইফোন-এর কারখানায় ভাঙচুর

বেতন না পেয়ে অসন্তুষ্ট হয়েছিলেন কারখানার কয়েকজন কর্মী। সেজন্য শনিবার সকালে বেঙ্গালুরুর কাছে উইসট্রন কর্পোরেশনের অফিসে ভাঙচুর চালালেন তাঁরা। তাইওয়ানের ওই আই ফোন নির্মাতা সংস্থা কর্মী অসন্তোষের ঘটনায় শনিবার রাত পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু ইতিমধ্যেই কঠোর ভাষায় ভাঙচুরের নিন্দা করেছে কর্নাটক সরকার। উইসট্রন কর্পোরেশনের নরসাপুরা প্ল্যান্টে অনেকদিন ধরেই বেতন বকেয়া ছিল। এদিন সকালে প্রথমে বিক্ষোভকারীরা ম্যানেজমেন্টের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তারপর অফিসে ঢিল ছোড়েন, কোম্পানির একটি গাড়িতে আগুন লাগিয়ে দেন। কর্মী ইউনিয়নের এক নেতা বলেন, সংস্থার বেশিরভাগ কর্মচারীকেই চুক্তিতে নিয়োগ করা হয়েছে। তাঁদের সময়মতো বেতন দেওয়া হয় না। নানা কারণে মাইনে কাটা হয়। কারখানায় গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। তারা লাঠিচার্জ করে জনতাকে হটিয়ে দেয়।