সাংসদের সঙ্গে দূরত্ব ঘোচাতে বড় পদক্ষেপ কৈলাশের। সংশোধনী নাগরিকত্ব আইন বাংলায় লাগু করার দাবি তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তা নিয়ে দলের অন্দরে ক্ষোভ দেখা দেয়। এই অবস্থায় শান্তনুর সঙ্গে সাক্ষাৎ করতে যান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মতুয়া মহাসংঘের ঠাকুরবাড়ি যান তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। এরপরই, সেখান থেকে বেরিয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। সেখান থেকে বেরিয়ে কৈলাস বিজয়বর্গীয় সাংবাদিকদের জানান, ”সৌজন্য সাক্ষাৎ ছিল। দলের সঙ্গে মাননিয় সাংসদের কোনও দূরত্ব তৈরি হয়নি। সবই ঠিক আছে।