এবার রাজ্য সরকারের অস্বস্তি বাড়ালেন আসানসোল পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি৷ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি লিখে তিনি অভিযোগ করলেন, রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ থেকে বঞ্চিত হতে হয়েছে আসানলোল পুরসভাকে৷ রাজ্যের জন্যই আসানসোল স্মার্ট সিটি হওয়ার সুযোগ হারিয়েছে বলেও চিঠিতে অভিযোগ করেছেন জিতেন্দ্র তিওয়ারি৷ তাৎপর্যপূর্ণ ভাবে, আসানসোল এবং রানিগঞ্জের দু’টি পরিচালন কমিটির সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি৷ যদিও জিতেন্দ্রর অভিযোগ, এই চিঠি পুরোপুরি সরকারি এবং গোপনীয়৷ এ বিষয়ে যা বলার তিনি সরকার এবং দলের মধ্যেই বলবেন৷ জিতেন্দ্র তিওয়ারি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি পদেও রয়েছেন৷ পুরমন্ত্রীকে পাঠানো চিঠিতে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আসানসোলের বিদায়ী মেয়র এবং প্রশাসক বোর্ডের প্রধান জিতেন্দ্র তিওয়ারি৷ তিনি অভিযোগ করেছেন, রাজ্যের আপত্তিতেই স্মার্ট সিটি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পাঠানো প্রায় ২০০০ কোটি টাকা আসানসোল পুরনিগম৷ আবার বর্জ্য অপসারণের জন্য কেন্দ্রের পাঠানো প্রায় ১৫০০ কোটি টাকাও একই কারণে আসানসোল পুরসভা পায়নি বলে অভিযোগ করেছেন জিতেন্দ্র৷ রাখঢাক না করেই জিতেন্দ্র তিওয়ারি চিঠিতে অভিযোগ করেছেন, রাজনৈতিক কারণেই এই অর্থ নেওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে আসানসোলকে৷ জিতেন্দ্র অভিযোগ করেছেন, কেন্দ্রের অর্থ নেওয়ার অনুমোদন না দিলেও সেই অর্থ জোগানের প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার৷ কিন্তু সেই প্রতিশ্রুতিও রাখা হয়নি৷ রাজ্যের এই সিদ্ধান্তের কারণেই আসানসোলের সঙ্গে অবিচার হয়েছে বলে চিঠিতে অভিযোগ করেছেন জিতেন্দ্র তিওয়ারি৷ গত ১৩ ডিসেম্বর এই চিঠি লেখা হয়েছে৷