দেশ

মোবাইল উত্‍পাদনে চিনকে ছাপিয়ে যেতে হবে ভারতকে: টেলিকম ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

মোবাইল উত্‍পাদনে চিনকে ছাপিয়ে যেতে হবে ভারতকে, আর এটাই হবে ভারতের সর্ব প্রথম লক্ষ্য, সোমবার এমনটাই জানালেন টেলিকম ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। এ দিন এফসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় প্রসাদ আরও বলেন, প্রোডাকশান লিঙ্কড ইন্সেনটিভ (পি এল আই) প্রকল্পে বর্তমানে বিশ্বের বড় সংস্থাগুলি ভারতের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী হয়েছে। পি এল আই প্রকল্পকে আরও বাড়ানো হচ্ছে, কারণ সরকার চায় ভারতকে শুধু মোবাইলই নয়, অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যেরও হাব বানাতে। বর্তমানে সরকারের লক্ষ্য, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক দেশ হয়ে উঠুক । সেই মতো কেন্দ্রীয় সরকার সমস্ত রকম সাহায্য করছে যাতে মোবাইল তৈরিতে চিনকে ছাড়িয়ে যেতে পারে ভারত। মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলোর উপর চাপও তৈরি করা হচ্ছে । সরকারের এখন এটাই লক্ষ্য, বলেও জানান প্রসাদ ।