দেশ

বেতন পরিকাঠামো সহ ২৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য দিল্লির এইমসে নার্সদের কর্মবিরতি

করোনা পরিস্থিতিতেও বেতন পরিকাঠামো সহ ২৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেল দিল্লির এইমসের নার্সরা। এর জেরে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বিপাকে পড়েছে এইমস কর্তৃপক্ষ। দেশের অন্যতম প্রতিষ্ঠিত এই স্বাস্থ্য প্রতিষ্ঠানের ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া কোভিড পরিস্থিতিতে কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ করেছেন। দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন। তবে স্বাস্থ্যমন্ত্রক এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ দিল্লি হাইকোর্টের ২০০২ সালের একটি রায় এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনকে সামনে রেখে এইমসের ডিরেক্টরকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অমান্য করে এভাবে কর্মবিরতি চালিয়ে গেলে প্রয়োজনে চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে বলে জানিয়েছেন এইমসের মিডিয়া কোঅর্ডিনেটর বিশ্বনাথ আচার্য। উল্লেখ্য, নয়াদিল্লি এইমসে প্রায় সাড়ে চার হাজার নার্স রয়েছেন।