এয়ারলাইন্সে চাকরি দেওয়ার নাম করে এক যুবতীর কাছ থেকে দেড় লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এমনকি যুবতীকে একটি ভুয়ো নিয়োগপত্র দেওয়ারও অভিযোগ উঠেছে। যুবতীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, সেখানকার বাসিন্দা শিল্পী চৌধুরী বেশ কিছুদিন আগে একটি বিজ্ঞাপন দেখে একটি সংস্থার অফিসে যান। সেখানে তাঁকে বলা হয় দেড় লক্ষ টাকা দিলেই এয়ারলাইন্সে চাকরি দেওয়া হবে তাঁকে। এই কথা শুনে সেই টাকা দিয়েও দেন যুবতী। অভিযোগ, টাকা দিয়ে দেওয়ার পরেও বেশ কিছুদিন ওই সংস্থার তরফে যুবতীর সঙ্গে যোগাযোগ করা হয়নি। দীর্ঘদিন ধরে তাঁকে ওই সংস্থার কর্মীরা ঘোরান বলে অভিযোগ। যুবতী বারবার তাঁদের সঙ্গে যোগাযোগ করলে শেষে তাঁকে একটি নিয়োগপত্র দেওয়া হয়। সেই নিয়োগপত্র নেওয়ার পরে তিনি জানতে পারেন সেটিও ভুয়ো। এরপরেই গত ১০ ডিসেম্বর এয়ারপোর্ট থানায় ওই সংস্থার তিন কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার তিনজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতদের নাম খুশবন্ত সিং (২৬), রোহিত সিং (২৫) ও জন্মাঞ্জয় রায় (২৭)। এদের মধ্যে খুশবন্ত ঝাড়খণ্ড, রোহিত মধ্যমগ্রাম ও জন্মাঞ্জয় ব্যারাকপুরের বাসিন্দা।