প্রয়াত বিশিষ্ট শিক্ষাব্রতী, লোকসংস্কৃতি গবেষক সুধীর চক্রবর্তী। আজ মঙ্গলবার বিকেলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। তিনি একাধারে ছিলেন গবেষক-শিক্ষক-লেখক। তবে তাঁর সব চেয়ে বড় পরিচয় সম্ভবত লোকসংস্কৃতি বিশেষজ্ঞ।কৃষ্ণনাগরিক সুধীর চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।বাংলার লোকধর্ম নিয়ে ১৯৭০ সাল থেকে টানা কাজ করে গিয়েছেন – সাহেবধনী, বলরামী, কর্তাভজা, বাউল-ফকির ও লালনপন্থা বিষয়ে স্বীকৃত বিশেষজ্ঞ ছিলেন সুধীর চক্রবর্তী। গান নিয়ে তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘সাহেবধনী সম্প্রদায়: তাদের গান’, ‘বলাহাড়ি সম্প্রদায় আর তাদের গান’, ‘বাংলা গানের সন্ধানে’ ইত্যাদি।