দেশ

৪ ব্যাংকের সঙ্গে গাঁটছড়া হোয়াটসঅ্যাপের

দিনকয়েক আগেই আনুষ্ঠানিকভাবে ইউপিআই পরিষেবা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এবার আর্থিক লেনদেনের পরিষেবাকে আরও মজবুত করতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, আইসিআইসিআই, এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে গাঁটছড়া বাঁধল ফেসবুক নেতৃত্বাধীন এই সংস্থা। বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছেন হোয়াটসঅ্যাপের ভারতীয় শাখার প্রধান অভিজিৎ বসু। তিনি বলেন, ইউপিআই একটা বৈপ্লবিক পরিষেবা। আর ডিজিটাল অর্থনীতির সেই সুযোগ-সুবিধা আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই। বিশেষ করে সেই বড় অংশের মানুষকে যাঁরা এখনও পর্যন্ত এই সুবিধা থেকে বঞ্চিত।