বৃহস্পতিবার সমস্ত জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সূত্রের খবর, সুদীপ জৈন পুলিশ সুপারদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সব রাজনৈতিক দল যাতে স্বাধীন ভাবে ভোট প্রচার করতে পারে তা নিশ্চিত করতে হবে। বৈঠকের দ্বিতীয় দফায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজির সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যে অভিযোগ উঠছে, তাতে সুদীপ জৈন উদ্বিগ্ন বলে।সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশন।বৈঠক থেকে জেলায় জেলায় আইন-শৃঙ্খলা উপর কড়া নজরদারি চালানোর জন্য বলা হয়।