কলকাতা

বড় গাছের দু-চারটে পাতা খসে গেলে কিছু এসে যায় নাঃ পার্থ চট্টোপাধ্যায়

 শুভেন্দু অধিকারী,জিতেন তিওয়ারি এবং তারপর শীলভদ্র দত্ত একের পর এক তৃণমূল নেতা দল থেকে পদত্যাগ করছেন। তবে তৃণমূলের এই নেতাদের দল থেকে ছেড়ে যাওয়া নিয়ে খুব একটা চিন্তিত নয় তৃণমূল সেই ইঙ্গিতই দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। একের পর এক তৃণমূল নেতাদের দল ছাড়ার হিড়িক নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন ” অনেকেই যাবে। কিছু এসে যাচ্ছে না। যারা দলের সৈনিক তারা দলেই থাকবে। যারা লড়ে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল, মানুষের কল্যাণে আস্থাশীল তারা সবাই জোটবদ্ধ- ঐক্যবদ্ধ। এদিক-ওদিক গেলে বড় গাছের দু-চারটি পাতা খসে পড়ে গেলে কিছু এসে যায় না।” এদিকে শুক্রবার কালীঘাটের তৃণমূল নেত্রীর বাড়িতে বিকেল নাগাদ এটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে দলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে বলে সূত্রের খবর। যদিও তৃণমূলের তরফে দাবি, প্রত্যেক শুক্রবারে এই বৈঠক হয়।