দেশ

নয়া কৃষি আইনে সুবিধা হবে কৃষকেরই, মিথ্যা রটিয়ে আন্দোলন চালানো হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এদিন বলেন, আধুনিকতম সুবিধা পাবেন দেশের কৃষকরা। বহু চর্চার পরই আজ এই আইন এসেছে। বড় বড় কথা বলে কৃষকদের কাছে ভোট চায় বিরোধীরা। তবে সেই সব কথা কার্যকর করা হয়নি। এরা স্বামীনাথন রিপোর্টকে আট বছর দাবিয়ে রেখেছেলি। এরা কৃষকদের জন্যে বেশি খরচ করতে চাইতেন না। এই কৃষি আইনগুলি পাশ হয়েছে আরও ৫-৬ মাস আগে। তাহলে আজ কেন এটা নিয়ে রাজনীতি বা আন্দোলন হচ্ছে?এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সব রাজনৈতিক দলের কাছে হাতজোড় করে প্রার্থনা করছি যে আপনারা এই সংস্কারের সব ক্রেডিট নিন। আমি এই সংস্কারের নেপথ্যে আপনাদের পুরোনো ইস্তেহারকেই ক্রেডিট দিচ্ছি। আমি শুধু কৃষকদের জীবন সহজ করতে চাই। আমি চাই তাদের কৃষি কাজ আধুনিক প্রযুক্তির ব্যবহার হোক।’ প্রধানমন্ত্রী দাবি করেন, আমরা দেশের ৩৫ লক্ষ কৃষকদের টাকা দিয়েছি। কিন্তু কংগ্রেস গরিব কৃষকদের কথা ভাবেনি। দেশ এঁদের দেখছে। দেশবাসী এঁদের চিনে গিয়েছে। এরা মধ্যপ্রদেশে কড় ক্ষমা করার বার্তা দিয়ে সরকার গঠন করেছিল। আমি জিজ্ঞাসা করতে চাই এরা কতজন কৃষকের কড় ক্ষমা করেছে? করেছে, বড় বড় কয়েকজন কৃষকদের। এরপর নিজেদের ভোট ব্যাঙ্কের চিন্তা চলে গেলে সব চুপ।