কলকাতা

গৃহীত হল না শুভেন্দুর পদত্যাগপত্র, সোমবার বিধানসভায় তলব

গৃহীত হল না শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “নির্দিষ্ট নিয়ম না মেনে পদত্যাগপত্র লিখেছেন শুভেন্দু অধিকারী । বিধানসভার কার্যবিবরণীতে যে ভাবে লেখার কথা বলা হয়েছে পদত্যাগপত্র সেই নিয়ম অনুসরণ করে লেখেননি শুভেন্দু অধিকারী ।” সোমবার তাঁকে বিধানসভায় তলব করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । শুভেন্দু অধিকারী বিধানসভায় এসে যখন পদত্যাগপত্র পেশ করেন সেই সময় সেখানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না‌ । সাংবিধানিক প্রথা অনুযায়ী বিধায়কের পদত্যাগপত্র গ্রহণ করার সময় অধ্যক্ষ তাঁকে জিজ্ঞাসা করেন, স্বতঃপ্রণোদিত হয়ে তিনি পদত্যাগ করছেন না কারও কাছে নতিস্বীকার করে বা কোনও শক্তির কাছে ভীত হয়ে বিধায়ক পদ ছাড়ছেন ? শুভেন্দু অধিকারী সেসব কিছুই করেননি । অধ্যক্ষের মুখোমুখি হননি তিনি । সোমবার শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । সেদিন তাঁকে জিজ্ঞাসা করা হবে যে তিনি স্বেচ্ছায় বিধায়ক পদ ছাড়তে চান কি না । তারপরই চূড়ান্ত হবে শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্রটি আদৌ গৃহীত হবে কি না সেই বিষয়টি ।