দেশ

‘দিল্লি চলো’ অভিযান, আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে অভিযানে নামছেন মহারাষ্ট্রের ৩ হাজার কৃষক

এবার দিল্লীতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে অভিযানে নামছেন মহারাষ্ট্রের কৃষকরা। আগামী ২১ ডিসেম্বর রাজ্যের নাসিক থেকে ৩ হাজারেরও বেশি কৃষক দিল্লীর উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়ছে অল ইন্ডিয়া কিষান সভা। মহারাষ্ট্রেও কৃষি আইন নিয়ে একটা অসন্তোষ তৈরি হয়েছে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিল নিয়েও দীর্ঘ দিন ধরে একটা চাপা ক্ষোভ রয়েছে। কৃষি আইনের পাশাপাশি এই বিষয়গুলো নিয়েও আওয়াজ তোলা হবে বলে জানিয়েছেন এআইকেএস নেতা অশোক ধাওলে। সংবাদ সংস্থাকে তিনি জানান, পায়ে হেঁটে নয়, গাড়ি নিয়েই দিল্লীতে যাবেন তাঁরা। অশোক বলেন, ‘প্রথমে আমরা মধ্যপ্রদেশ যাব। সেখান থেকে রাজস্থান। তার পর সেখান থেকে হরিয়ানার সীমানায় যাব। এই যাত্রাপথে জায়গায় জায়গায় সমাবেশ এবং মিছিলের আয়োজন করা হয়েছে। অনেক রাজনৈতিক দলও আমাদের সমর্থন জানিয়েছে।’