কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবীতে কৃষক আন্দোলন এখন ‘জনগণের আন্দোলন’-এর রূপ পেয়েছে। হরিয়ানার ঝর্ঝর জেলার সাম্পালায় কৃষক আন্দোলনের সমর্থনে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে একথা জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা চৌধুরী বীরেন্দ্র সিং। হিসারের বর্তমান বিজেপি সংসদ ব্রিজেন্দ্র সিং এর বাবা চৌধুরী বীরেন্দ্র সিং গতকাল জানিয়েছেন– তিনি অবিলম্বে সিঙ্ঘু সীমান্তে গিয়ে কৃষক আন্দোলনে যোগ দিতে ইচ্ছুক। কৃষক আন্দোলনে সংহতি জানিয়ে গতকাল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সংবাদমাধ্যমে বলেন– আমি কৃষকদের আন্দোলনের সঙ্গে আছি। এই লড়াই এখন সকলের লড়াই। এই লড়াই সমাজের কোনো নির্দিষ্ট অংশের জন্য নয়। আমি ইতিমধ্যেই আমার মনকে প্রস্তুত করে লড়াইয়ের ময়দানে নেমেছি। আমি যদি সামনের সারিতে না থাকি তাহলে মানুষ মনে করবে আমি শুধুমাত্র রাজনীতি করছি।