কলকাতা দেশ

বাংলার আইপিএস বদলি নিয়ে মমতার পাশে স্টালিন, কেজরিওয়াল‌ ‌ও ভূপেশ

পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারের বদলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে একের পর এক নেতা সরব হচ্ছেন।  এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্টালিন ও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী। ‘‌যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী’,‌ পশ্চিমবঙ্গের আইপিএস বদলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের মোদি সরকারকে বিঁধলেন ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্টালিন। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাংলা সফরে কনভয়ে হামলা ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। কনভয়ের নিরাপত্তার দায়িত্বে যে তিনজন আইপিএস অফিসারকে নিয়োগ করা হয়েছিল, তাঁদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মোদি সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। এবার সরব হলেন স্টালিন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘‌পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে বদলির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে। ক্ষমতার অপব্যহার করছে কেন্দ্র। শাসক দলের ইচ্ছে মতো দেশে সিভিল সারভেন্টদের ব্যবহার করা যায় না।’‌ ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী আইপিএস বদলি নিয়ে টুইট করেন। তিনিও বলেন, ‘যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সঙ্কটের মুখে। আইপিএস অফিসারদের বদলি অত্যন্ত আপত্তিজনক’।