দেশ

হঠাৎ গুরুদ্বারে হাজির মোদি! কৃষক বিক্ষোভ রুখতে কি হাতিয়ার ধর্মীয় ভাবাবেগ? উঠছে প্রশ্ন

চলছে কৃষকদের বিক্ষোভ । তবে এখনও পর্যন্ত কোনও সমাধানের পথ খোলেনি । এরই মধ্যে ২৪জন আন্দোলনরত কৃষকের মৃত্যু হয়েছে । ক্রমশই আরও ব্যাপক আকার ধারণ করে চলা কৃষক আন্দোলন থামাতে প্রথম থেকেই বিজেপির তরফে এই অভিযোগ করা হয়েছিল যে, বিরোধীরা কৃষকদের ভুল পথে চালিত করছে। শুধু তাই নয়, বিজেপির বিভিন্ন স্তর থেকে অভিযোগ এসেছে যে এই কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে খালিস্তানি পন্থী জঙ্গিরা। আইএসআই ইন্ধনে এই আন্দোলন বৃহৎ আকার ধারণ করছে বলেও অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। তবে কিছুতেই কিছু না হওয়ায় এবার অন্য পথ নিল কেন্দ্রীয় সরকার। রবিবার সকালে হঠাৎই দিল্লীর গুরুদ্বারে হাজির হয়ে চমক দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহিদি দিবসে সেখানে শিখ ধর্মগুরু তেগ বাহাদুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মোদী। উপস্থিত ধর্মপ্রাণ আমজনতার সঙ্গে সেলফিও তোলেন। প্রধানমন্ত্রী গুরুদ্বারে এলেও কোনও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ছিল না তাঁর জন্য। বাধা পড়েনি আমজনতার আনাগোনাতেও। ফলে দিল্লী সীমান্তে চলতে থাকা কৃষক বিক্ষোভের মাঝেই প্রধানমন্ত্রীর এই গুরুদ্বার সফর, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। প্রশ্ন উঠছে, কৃষক বিক্ষোভ রুখতে কি এবার ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করতে চাইছেন মোদী?