লন্ডনের ধাঁচে এবার কলকাতায় ডবল-ডেকার (দোতলা) বৈদুতিক চুল্লি চালু করছে কলকাতা পুরসভা। তাও আবার একসঙ্গে দু’জোড়া অর্থাৎ চারটি আধুনিক বৈদ্যুতিক চুল্লি দেহ দাহ করার পরিষেবা শুরু করছে ইএম বাইপাস লাগোয়া ধাপায়। সেখানে থাকবে শ্মশানযাত্রীদের বিশ্রামকক্ষও। এর পাশাপাশি তৈরি হচ্ছে পশুদের দাহ করার বিশেষ চুল্লিও। গোটা দেশে প্রথম বাংলাতেই এমন চুল্লি তৈরি হচ্ছে বলে জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।