মুম্বাইয়ের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এমনটাই দাবি মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি জানান,’পরের ছয় মাস মহারাষ্ট্রের মানুষকে মাস্ক ব্যবহার করতে হবে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণ করতে মাস্ক এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।’ পরিস্থিতি যতটা ভয়াবহ হওয়ার আশঙ্কা ছিল সেই তুলনায় অনেকটাই স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন,’আমি যা নির্দেশ দিয়েছিলাম মানুষ তা পালন করেছে। রাজ্যের প্রধান হিসেবে আমার কর্তব্য মানুষকে সাবধান করার। শীতকালে এমনই কিছু রোগ আসে। তাই এই সময়টা সতর্কতা বাড়ানো উচিত। নাইট কারফিউ প্রয়োজন নেই। মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে। বেশিরভাগ মানুষ নিয়ম মেনে চলছে। সকলের কাছে আমি আবার আবেদন করছি রাস্তাঘাটে, দোকানে, মলে মাস্ক ছাড়া যাবেন না’।