দুর্গাপুরে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভার আগে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সভামঞ্চ ভাঙচুর, বিজেপি কর্মীদের মারপিটে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় জখম হয়েছেন চারজন বিজেপি কর্মী। দলীয় কর্মীদের একাংশের দাবি, তৃণমূলের নেতা-কর্মীদের বিজেপিতে নেওয়া যাবে না। দিলীপ ঘোষ-অর্জুন সিংয়ের উপস্থিতিতে সভা হওয়ার কথা ছিল দুর্গাপুরের পলাশডিহাতে। সেখানে বিজেপিতে যোগদানের কথা ছিল বেশ কয়েকজনের। তাঁদের মধ্যে যেমন রয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা, তেমনই রয়েছেন এলাকার কিছু কয়লা ব্যবসায়ীও। আর সেই সভা ঘিরেই ধুন্ধুমার বাঁধল। মারধর, চেয়ার ছোড়াছুড়ি বাদ রইল না কিছুই। স্থানীয় কয়েকজন কয়লা ব্যবসায়ীর বিজেপিতে যোগদান ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে সভা। বিজেপির কিছু কর্মী নেতা কর্মী দাবি করতে থাকেন এলাকার কয়লা মাফিয়াদের কিছুতেই বিজেপিতে যোগ দেওয়ানো যাবে না। এই নিয়ে সভামঞ্চেই শুরু হয় হয় বচসা। হাতাহাতি বেধে যায় দু’তরফের। চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। ঘোরালো হয়ে ওঠে পরিস্থিতি। উপস্থিত নেতারা বারবার মাইকে কর্মীদের শান্ত হতে বলেন। তখনও অবশ্য এসে পৌঁছননি দিলীপ ঘোষ। বিজেপির স্থানীয় এক নেতা রাজু শ্যাম দাবি করতে থাকেন, এলাকার কয়লা মাফিয়াদের দলে ঢোকানো হচ্ছে। এটা কিছুতেই মেনে নেবেন না তাঁরা। তিনি বলতে থাকেন, ”আমরা অনেকদিন ধরে দল করি। এই দলে কোনও কয়লা মাফিয়া আসুক, এটা মেনে নেব না।”