এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, বাজারে এত কম সময়ের মধ্যে এত ট্যাব অমিল। আর কেন্দ্রের নিষেধাজ্ঞা অনুযায়ী, চিনা ইলেকট্রনিক্স পণ্য কিনতে চায় না রাজ্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা, টেন্ডার ডাকলেও একসঙ্গে দেড় লক্ষের বেশি ট্যাব কেউ দিতে পারছে না। তাই আমলা-আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা দিয়ে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেছেন, ১০ হাজার টাকা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই মোবাইল বা ট্যাব কিনে নিতে পারবে। সে কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,’আগামী ৩ সপ্তাহে সবার অ্যাকাউন্টে টাকা চলে যাবে।’