বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ সোমবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিয়েছেন। তার চব্বিশ ঘণ্টার মধ্যে আজ তাঁর নিরাপত্তার ব্যবস্থা করল নবান্ন। তাঁকে তিন জন নিরাপত্তা রক্ষী দিয়েছে জেলা পুলিশ। তৃণমূলের একটি সূত্রের মতে, একুশের নির্বাচনে সুজাতাকে বাঁকুড়ার কোনও তফসিলি জাতি সংরক্ষিত আসন থেকে প্রার্থীও করতে পারে দল। বাঁকুড়া জেলায় ১২টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে চারটি তফসিলি জাতির সংরক্ষিত। যে বিষ্ণপুর বিধানসভা আসন থেকে সৌমিত্র প্রথমে বিধায়ক হয়েছিলেন সেটিও তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন নয়। চারটি এসসি সিট হল- শালতোড়া, কোতলপুর, সোনামুখী ও ইন্দাস। এরই মধ্যে বাঁকুড়া জেলার রাজনীতির একাংশের মধ্যে জল্পনা হল সোনামুখী থেকে প্রার্থী হতে পারেন সুজাতা।