৬৭ বছরের ঐতিহ্য বজায় রাখতে বদ্ধপরিকর রাজ্য বিধানসভা। তাই ফি বছরের মতো এবারও বিধানসভার বহুচর্চিত পুষ্প প্রদর্শনীতে ছেদ পড়ছে না। আজ, বুধবার সেই প্রদর্শনী শুরু হতে চলেছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বিকেল ৩টে নাগাদ উদ্বোধনী সমারোহে হাজির থাকার কথা দুই মন্ত্রী সুজিত বসু ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আমন্ত্রণপত্রে বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে নাম রয়েছে বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীরও। থাকবেন সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষও। ২৬ তারিখ পর্যন্ত প্রদর্শনী বেলা ২টো থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে সাধারণের জন্য। সূত্রের খবর, অন্যান্যবার রাজ্যপালকে প্রদর্শনী উদ্বোধনের জন্য ডাকা হয়। কিন্তু এবার সূচনা বা সমাপ্তি— কোনও অনুষ্ঠানেই আমন্ত্রণ পাননি বর্তমান রাজ্যপাল। বিশেষ অতিথির তালিকায় নেই বিজেপি’র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার নামও। রাজনৈতিক কারণেই রাজ্যপাল বা বিজেপি’র পরিষদীয় নেতাকে গুরুত্ব দেওয়া হয়নি বলে মনে করছেন বিধানসভার আধিকারিকরা।