দেশ

নাইট কারফিউ জারি কর্ণাটকেও, চলবে ২ জানুয়ারি পর্যন্ত

 ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ার পর নাইট কারফিউ জারি করেছিল মহারাষ্ট্র। এবার নাইট কারফিউ জারি করল কর্ণাটকও। বুধবার জানানো হয়েছে, আগামী ২ জানুয়ারি পর্যন্ত রাত দশটা থেকে সকাল ৬ টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। মহারাষ্ট্রে অবশ্য নাইট কারফিউয়ের মেয়াদ ৫ জানুয়ারি পর্যন্ত।  দেশে মহারাষ্ট্রের পর কর্ণাটক করোনা সংক্রমণের তালিকায় দ্বিতীয়। তার উপর ভাইরাসের এই নতুন স্ট্রেন ৭০ শতাংশ বেশি সংক্রামক। কর্ণাটক সরকারের তরফে বলা হয়েছে, যাঁরা ব্রিটেন থেকে এসেছেন তাঁদের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড–১৯ আরটি–পিসিআর টেস্ট বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বলেছেন, ‘‌করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের কথা মাথায় রেখেই বুধবার থেকে নাইট কারফিউ চালু হবে। যা জারি থাকবে ২ জানুয়ারি অবধি। রাত দশটা থেকে সকাল ৬ টা অবধি কার্যকর থাকবে নাইট কারফিউ।’‌ কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর রাও বলেছেন, ‘‌ভাইরাসের নতুন স্ট্রেনকে প্রতিরোধ করতেই নাইট কারফিউ জারি করা হয়েছে। ব্রিটেন থেকে যাঁরা রাজ্যে এসেছেন, তাঁদের দিকে নজর রাখা হচ্ছে। ক্রীস্টমাস ও নতুন বছরের উৎসবেও থাকছে বিধিনিষেধ। রাত দশটার পর কোনও উৎসব–অনুষ্ঠান করা যাবে না।’‌